মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রভাবে প্রায় স্তব্ধ গোটা বিশ্ব। ঘরবন্দি দেশের মানুষ। বাইরে বেরোলেই স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এহেন সময়ে মাস্ক পরতে দেখা গেল গবুচন্দ্র মন্ত্রীকে।

বুঝলেন না? তা হলে এবার বিষয়টা একটু বিশদে বলি। শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’।
ছবিতে হবুচন্দ্র রাজা ও গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চ্যাটার্জি ও খরাজ মুখার্জিকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অর্পিতা চ্যাটার্জি, শুভাশিস মুখার্জি, বরুণ চন্দ সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা টিম ‘রানী রাসমণি’র
১ মে মুক্তি পাওয়ার কথা এই ছবির। ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ছবির ট্রেলার। সম্প্রতি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার নিয়ে এল হবুচন্দ্র গবুচন্দ্রের নতুন ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গবুচন্দ্র মন্ত্রী মুখে মাস্ক পরে বসে আছেন এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে করোনা নিয়ে দর্শককে সচেতন করতে সতর্কবার্তা দিচ্ছেন রাজা হবুচন্দ্র ও মন্ত্রী গবুচন্দ্র।
অ্যানিমেশনের সাহায্যে তৈরি করা হয়েছে এই ভিডিওটি। ইউটিউবে ভিডিওটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্যই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584