জলবন্দী ঘাটালে জলের হাহাকার

0
193

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:

জলের মধ্যেই জলের জন্য আর্তি।

“Water, water, everywhere,
Nor any drop to drink.”-   কবি কোলেরিজের কবিতার লাইন দুটো  যেন ঘাটালের জলবন্দী মানুষদের জন‍্যই। চারিদিকে জল কিন্তু খাওয়ার জন্য একফোঁটাও নেই। এখনো জলবন্দী গ্রামগুলোর  হাজার হাজার মানুষ পানীয় জলের সংকটে।

জলের তলায় মন্দির।

এলাকার সমস্ত পানীয় জলের নলকূপ এখনও জলের তলায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সজল ধারার জল প্রকল্পের জলও জুটছে না। বাড়ির ব‍্যাক্তিগত পাম্পগুলিও বিদ্যুতের অভাবে অচল। ফলে তীব্র পানীয় জল সংকটে পড়েছেন ঘাটালবাসী।

ঘাটালের প্রতাপপুর, হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন থাকায় পানীয় জল সরবরাহ করতে হিমসিম খাচ্ছে প্রশাসন। গত বৃহস্পতিবার এমনিই পরিস্থিতি দেখা গেল ঘাটালের হরিসিংপুরে। পানীয় জলের জন্য তাই ছোটাছুটি করতে হচ্ছে জলবন্দী মানুষদের। মহকুমা প্রশাসন থেকে এখানে বিশুদ্ধ পানীয় জলের পাউচ তৈরির মেশিন বসানো হয়েছে। সেই মেশিনে হাজার হাজার পাউচ তৈরি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে দুর্গতদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here