হল বদলা রোনাল্ডোর কাছে উড়ে গেল মেসির বার্সা

0
45

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

লীগের প্রথম দেখায় বার্সার বিরুদ্ধে করোনা হওয়ায় তিনি খেলতে পারেননি মাঠের বাইরে থেকেই দলের হার দেখেন। চিরপ্রতিপক্ষ মেসির বিরুদ্ধে হারে ভেতরে ভেতরে দুঃখ পান। কিন্তু এদিন সেই হারের ক্ষত সুদে আসলে শোধ করলেন।

juva match | newsfront.co

মেসির বার্সাকে দাঁড়াতেই দিল না রোনাল্ডোর জুভে! হচ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জুভে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সাকে। আর মেসির বিরুদ্ধে জোড়া গোল করলেন রোনাল্ডো।

আরও পড়ুনঃ আইসিসি ব্যাটিং রাঙ্কিং-এ উত্থান উইলিয়ামসনের, তিনে বিরাট

একদশকের বেশি সময় ধরে ব্যালন ডি’ওরের মঞ্চ দেখেছে দুই মহাতারকার লড়াই। স্প্যানিশ ফুটবলেই দুই সুপারস্টারের আগে মুখোমুখি হতেন। তবে ২০১৮ সালে রোনাল্ডো রিয়াল ছেড়ে বেরিয়ে আসার পর আর সাক্ষাৎ হয়নি দুজনের। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের দ্বৈরথেই দেখা গেল মহাযুদ্ধে। যদিও পর্তুগিজ তারকা বাজিমাত করলেন পেনাল্টি থেকে জোড়া গোল করে তবুও মেসির বিরুদ্ধে গোল করে খুশি তিনি।

আরও পড়ুনঃ ঘোষিত আই লীগের সূচি প্রথম ম্যাচ মহামেডান-সুদেভা

ঘরের মাঠে এর আগে বার্সার কাছে জুভে ০-২ গোলে পরাজিত হয়েছিল। ২০১৩ সালে শেষ বার বার্সার ঘরের মাঠে জেতে বায়ার্ন মিউনিখ। তারপর এবার। গ্রুপে দুই দলই ১৫ পয়েন্ট সংগ্ৰহ করেছে। পরের পর্বে ওঠাও নিশ্চিত। তবে হেড টু হেড গোলের বিচারে এগিয়ে জুভেন্টাস।

আগের ম্যাচে ক্যাডিজের কাছে হারের পর বার্সা বস রোনাল্ড কোম্যান প্রথম একাদশে চারটে পরিবর্তন করেন। তা সত্ত্বেও বার্সা বিশ্রীভাবে শুরু কর ফাউল করে বসেন বার্সার রোনাল্ড পেনাল্টি থেকে গোল করেন সি আর সেভেন এরপর মেকনেলি জুভের হয়ে গোল করেন দ্বিতীয়ার্ধে ফের পেনাল্টি পায় জুভে ফের গোল সি আর সেভেনের।

এই ম্যাচে খুঁজেই পাওয়া যায় নি মেসিকে। আর শেষ দিকে জুভের বনুচ্চির গোল অফ সাইড না হলে আরও খারাপ স্মৃতি অপেক্ষা করছিল মেসির জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here