নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বুধবার বিকেলে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের দশ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিটের উদ্বোধন হয় নবান্ন থেকে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ওই দিনই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ওই অত্যাধুনিক ক্রিটিকাল কেয়ার ইউনিটের ফিতে কেটে উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এছাড়াও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ফালাকাটার প্রশাসনিক কর্তা ও জন প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় কোয়ারান্টাইন কেন্দ্র
হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে তৈরি করা হ’ল ওই পূর্ণাঙ্গ ক্রিটিকাল কেয়ার ইউনিট। জানা গেছে, এখন থেকে জেলার ফালাকাটা, মাদারিহাট ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বাসিন্দারা ওই হাসপাতালের সিসিইউ থেকে সঙ্কটজনক রোগীদের জন্য চিকিৎসা পরিষেবা পাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584