বঙ্গের পাশে দাঁড়াল জি এন্টারটেনমেন্ট, দান করল ক্রিটিকাল হেলথ কেয়ার ইকুইপমেন্ট

0
51

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে দায়িত্বশীলতার নজির গড়ল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জি)। সরকারিভাবে পশ্চিমবঙ্গের হাতে তুলে দিল ক্রিটিকাল হেলথ ইকুপমেন্ট (২০টি অক্সিজেন হিউমিডিফায়ার)। জি-এর জাতীয় স্তরের ‘সি এস আর’ উদ্যোগের অঙ্গ হিসেবেই এই ব্যবস্থা, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কোম্পানির লড়াইকে আরও জোরদার করল।

ZEE enterprise | newsfront.co

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ স্বরূপ নিগম (আই এ এস, সেক্রেটারি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার)। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘সি এস আর’ ক্রিটিকাল হেলথ কেয়ার ইকুইপমেন্ট পশ্চিমবঙ্গকে দিল।

এই উদ্যোগ সম্বন্ধে বলতে গিয়ে পুনিত গোয়েঙ্কা (ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার, জি) বলেন- “জি কোভিড-১৯ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের লড়াইয়ে পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করি, যে ক্রিটিকাল ইকুইপমেন্ট দান করা হল তা চলতি অতিমারির চ্যালেঞ্জের মোকাবিলায় রাজ্যকে সাহায্য করবে এবং রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকেও শক্তিশালী করবে।”

আরও পড়ুনঃ ভানু একাই ১০০, নিবেদনে সুচন্দ্রা ভানিয়া

জি কে লেখা এক চিঠিতে নারায়ণ স্বরূপ নিগম (আই এ এস, সেক্রেটারি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার) বলেন- “পশ্চিমবঙ্গকে ক্রিটিকাল হেলথ কেয়ার ইকুইপমেন্ট দেওয়ার এই দয়ালু কাজের জন্য আমরা পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে জি’কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সাহায্য রাজ্যের কোভিড-১৯ রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়ার কাজে অনেকটাই সহায়ক হবে।”

আরও পড়ুনঃ লকডাউনে প্রতিভার খোঁজে ইন্ডিয়ান আর্ট লিগ, সঙ্গী রোটারি ক্লাব

কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য জাতীয় স্তরের ‘সি এস আর’ উদ্যোগের অঙ্গ হিসেবে জি এর সংকল্প ২৪০+ অ্যাম্বুলেন্স, ৪৬,০০০ পি পি ই কিট, ৯০+ অক্সিজেন হিউমিডিফায়ার এবং ৬,০০,০০০ দৈনিক মিল বিতরণ। তেলেঙ্গানার প্রতি যে দান তাও এই জাতীয় ‘সি এস আর’ উদ্যোগেরই অঙ্গ।

এছাড়াও জাতীয় স্তরে কোম্পানিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কর্মরত ৫০০০ দৈনিক মজুরির কর্মীকে জি আর্থিক সাহায্য দিয়েছে। উপরন্তু ৩৪০০+ কর্মচারী পি এম কেয়ারস ফান্ডে টাকা দিয়েছেন। তাঁদের দেওয়া টাকার মোট পরিমাণের সমান জি কর্তৃপক্ষ দেয় এবং সেই টাকা পি এম কেয়ারস ফান্ডে দান করা হয়।

দায়িত্বশীল সংবাদ ও বিনোদন সংস্থা হিসাবে জি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়ে চলেছে প্রতিনিয়ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here