হাতির হানায় গুড়গুড়িপালে ক্ষতিগ্রস্থ ফসল

0
61

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার ভোর রাতে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া দিয়ে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মনিদহ অঞ্চলের মনিদহ, উল্টা,এনায়েতপুর, শালিকা, উপরডাঙা, বাঘেরপুকুর, গুড়গুড়িপাল-সহ প্রায় কুড়িটি গ্রামে ঢুকে প্রায় ৫০ টি দাঁতাল হাতি তাণ্ডব চালায়।

Elephant attack | newsfront.co
হাতির হানা। নিজস্ব চিত্র

ওই গ্রামগুলির কফি আলু সহ বিভিন্ন সবজি চাষের জমিতে গিয়ে প্রচুর ক্ষতি করেছে হাতির দল।সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট করে দিয়েছে। যার ফলে ওই এলাকায় হাতির দল ফসলের প্রচুর ক্ষতি করেছে। তাই ওই এলাকার চাষীরা প্রচুর ক্ষতির মুখে পড়েছেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফরের আগেই শুভেন্দু অধিকারীর ফ্লেক্সে ছয়লাপ গোটা মেদিনীপুর শহর

সেই সঙ্গে হাতির হামলার আশংকায় ওই এলাকার বাসিন্দারা আতংকের মধ্যে রয়েছেন। যে ভাবে ৫০টি দাঁতাল হাতি ওই এলাকায় এসে তাণ্ডব শুরু করেছে তাতে দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীরা বিষয়টি বনদফতরকে জানিয়েছে। ওই এলাকার বাসিন্দারা তাদের ফসলের ক্ষতি পূরণ দেওয়ার জন্য বনদফতরকে আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ ঘুঘুমারী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে গ্রামবাসীদের ফসলের ক্ষতি পূরণ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বনদফতর হাতির দলের গতিবিধির উপর নজর রেখেছে বলে জানায়। তা সত্ত্বেও হাতির হামলার আশংকায় আতংকে রয়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা বলে গ্রামবাসীরা জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here