ওড়িশাকে হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেইঃ হাবাস

0
58

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

antonio habas | newsfront.co

একটা দল দুই ম্যাচে দুটো জয় পেয়ে লিগ টেবিলের দুই নম্বরে অন্যদল দুটো ম্যাচে একটা হার একটা ড্র করে তালিকার শেষের দিকে দুই নম্বরে। প্রথম দিকে দুই নম্বরে থাকা দল হল এটিকে-মোহনবাগান ও শেষের দিকে দুই নম্বরে থাকা দল হল ওড়িশা এফসি আগামীকাল মাঠে নামবে দুই দল তার আগে সাংবাদিক সম্মেলনে এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও হাবাস জানান, “কোনও দলই বোধহয় নিখুঁত অবস্থায় নেই। প্রত্যেক দলের খেলোয়াড়রাই ৭-৮ মাস পরে মাঠে নেমেছে।

আরও পড়ুনঃ সিএবি লিগে উপস্থিত সৌরভ

যা পরিস্থিতি, তাতে সেটা সম্ভবও না। আমাদের দলেরও একই অবস্থা, আমরা একশো শতাংশ নিখুঁত হয়ে উঠতে পারিনি এখনও। ৮০-৮৫ শতাংশ অবস্থায় রয়েছি। ফুটবলারদের সময় দিতে হবে। যত সময় এগোবে, তত ওরা নিজেদের একশো শতাংশে নিয়ে আসতে পারবে বলেই আশা করি।

সেটা হতে হতে জানুয়ারি হয়ে যাবে বলেই মনে হয় আমার। ততদিন অপেক্ষা করতে হবে ও চেষ্টা করে যেতে হবে। আমরা ওদের হালকা ভাবে নিচ্ছি না যে কোনো সময়ে যে কেউ ঘুরে দাঁড়াতে পারে।“ প্রথম দুই ম্যাচের কম্বিনেশন থেকে খুব বেশি বদল আনবেন না হাবাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here