নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাস মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে লকডাউন অব্যাহত।এর ফলে কর্মহারা হয়ে গিয়েছে বহু দিন আনা দিন খাওয়া মানুষ। তার উপরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়। একে এই ঝড় ও তার উপর আবার লকডাউন, এই দুইয়ের ফলে ব্যপক ক্ষতির মুখে পূর্ব মেদিনীপুরের বোরো ধান চাষীরা।
মূলত,পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকার অধিকাংশ মানুষই চাষবাসের উপর নির্ভরশীল। ফলে এই সকল প্রাকৃতিক দুর্যোগের জেরে অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে ফসল। আর তার ফলেই চিন্তায় মাথায় হাত পড়েছে চাষীদের। অপরদিকে এরই মাঝে এই ধান কাটতে যে হারভেস্টার যন্ত্র ব্যবহার করা হয়, তার অধিক মূল্য নেওয়া হচ্ছে বলে জানান এলাকার চাষীরা।
যদিও এ বিষয়ে পটাশপুর -১ এর পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি তাপস মাঝি জানান, “জেলার সঙ্গে বাদ নেই আমার এলাকার বোরো চাষীরা। এর জন্য ব্লক প্রশাসন নানান ব্যবস্থা নেওয়ার উদ্যোগী হয়েছেন। তাই ব্লক প্রশাসনের তরফ থেকে এলাকার ধান চাষীদের জন্য একটি করে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে”।
আরও পড়ুনঃ লকডাউনে গঙ্গার ভাঙনরোধের কাজ বন্ধ, আশঙ্কায় এলাকাবাসী
এর পাশাপাশি তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্ত চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। এমনকি কিছু কিছু জায়গায় ধান কাটা মেশিনের মালিক পক্ষ চাষীদের কাছ থেকে বেশি পয়সাও নিচ্ছেন। আর যদি কোনও চাষীদের কাছ থেকে এহেন অভিযোগ আসে, তাহলে সেই সব মেশিন মালিক পক্ষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584