সুদীপ পাল, বর্ধমানঃ
ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সাথে আচমকা ঝড় এই দুইয়ে মিলে বহু আমের মুকুল ঝরে পড়ল বর্ধমানের দুই জেলায়।
ভাল্কি অঞ্চলের আমচাষীদের বক্তব্য, মুকুল ধরা শুরু হয়েছিল। এই সময়ে ঝড়ের ফলে ফলন অনেক কমে যাবে মনে হচ্ছে। ঝড়বৃষ্টির সাথে বর্ধমানে হালকা শিলাবৃষ্টি হয়েছে। তাতেও ক্ষতি হবে আমের ফলনে।
আরও পড়ুনঃ ভোট প্রস্তুতিতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক কমিশনের, নিরাপত্তার দাবি শিক্ষকদের
আমচাষীরা বলছেন, আমের মুকুল অনেক আগেই আসে। এবারে আবহাওয়ার খামখেয়ালীপনার জন্য প্রায় মাসখানেক পরে আমের মুকুল এসেছে।
ক্ষতির বিষয়ে একই মত পেঁয়াজ চাষীদের। তাঁরা বলছেন, চড়া দাম দিয়ে বীজ কিনেছেন। এই পরিস্থিতিতে বহু ফুল নষ্ট হয়ে গেছে। অমরাগড়ের বোরো ধান চাষী সন্দীপ ঘোষ বলেন, অতি বৃষ্টি হলে ধান চাষেরও ক্ষতি হতো।
কিন্তু যেটুকু বৃষ্টি হয়েছে তাতে ধানচাষে উপকার হবে। যদিও তিনি মানেন আম বা পেঁয়াজের ক্ষেত্রে চাষীদের ক্ষতির মুখোমুখি দাঁড়াতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584