নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
শিলাবৃষ্টিতে বাঁকুড়া বেলিয়াতোড় থানার অন্তর্গত জোড়শাল গ্রামে ব্যাপক ক্ষতি বাড়িঘর থেকে বিভিন্ন শস্যের, মাথায় হাত চাষিদের। এদিন সকাল থেকে ছিল প্রচন্ড গরম।
বিকাল দিকে মেঘ সন্ধ্যার পর থেকে একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ বাদেই শিল পড়তে শুরু করে। একটানা বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিতে বিভিন্ন বাড়িঘরের এসবেস্টার ও টিনের চাল ফুটো হয়ে যায়। ধান ক্ষেত সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জোড়শাল গ্রামে একেকটি শিলার ওজন ছিল তিনশো গ্রামেরও বেশি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। একেই করোনা ভাইরাস আতঙ্ক অপরদিকে প্রকৃতির এই তান্ডব তাতেই আতঙ্কিত হয়ে রয়েছেন এই এলাকার মানুষজন।
আরও পড়ুনঃ নিষেধ সত্ত্বেও ভিড়, চন্দ্রকোনায় বন্ধ মাছের বাজার
এই এলাকার মানুষ মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। অধিকাংশ কৃষকই জমিতে ধান, তিল সহ বিভিন্ন শস্যের চাষ করেন। রাত্রে কালবৈশাখীর দাপটে ফসলের অধিকাংশই নষ্ট হয়ে গেছে।
তবে এমন অবস্থায় পাশে দাঁড়িয়েছে বড়জোড়া ব্লকের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায়। তিনি এসে বিভিন্ন ক্ষয়ক্ষতি হওয়া বাড়িগুলো পরিদর্শন করেন এবং সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584