নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পারাপারের জন্য নেই পাকা সেতু,ভরসা শুধু মাত্র নৌকো।ফালাকাটা ব্লকের মুজনাই নদীর পারাপারের ভরসা নৌকো।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের নবনগর গ্রামের গঙ্গামন্ডল ঘাট পারে আজও হয়নি পাকা সেতু।জটেশ্বর ২ নং গ্ৰাম পঞ্চায়েত ও দেওগাঁও গ্ৰাম পঞ্চায়েতের মাঝ দিয়ে বয়ে গেছে মুজনাই নদী সেই নদীর উপর আজ অবধি পাকা সেতু তৈরি হয়নি।এলাকার বাসিন্দা থেকে শুরু করে,ছাত্রছাত্রীদের এপার থেকে ওপারে পারাপারের ভরসা নৌকো।
এখন নৌকায় নদী পার হয়ে প্রতিদিন এলাকার মানুষ জটেশ্বর বাজারসহ বিভিন্ন স্থানে যান।তবে নদীর জল বাড়লেই খেয়া পারাপার বন্ধ থাকে।তখন সমস্যায় পরে এলাকাবাসীরা। জানা গেছে,নৌকা দিয়ে নদীপার হওয়ার জন্য মোটরবাইকসহ একজনকে দশ টাকা , সাইকেল আরোহীকে পাঁচটাকা দিতে হচ্ছে। এলাবাসী গৌতম রায় জানান, এই এলাকায় সব ধরনের অসুবিধা আছে।এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় পাঁচশোর বেশি মানুষ পারাপার করে।এই এলাকার ছাত্র ছাত্রীরা খুব কষ্ট করে পারাপার করে বিশেষ করে বর্ষার সময় কোনো কোনো সময় পারও হতে পারে না ।
বন্যায় যখন জল এপার ওপার জলে ভরাট হয়ে যায় তখন ভয়ে আর এদিকে পারাপার হয় না ।এদিক দিয়ে না গেলে প্রায় আট নয় কিলোমিটার ঘুরে যেতে হয়।রুগীর ব্যাপার হলে তো এখানেই মরতে হবে। তিনি আরো বলেন এই এলাকায় কোনো দিন এম্বুলেন্স আসে না। কারণ সম্পূর্ণ রাস্তা কাঁচা,এখানে কোনো পাকা রাস্তা নেই।আমারা ব্লকপ্রশাসনকে জানিয়েছি কোনো কাজ হয়নি।তিনি বলেন আমাদের এখানে সেতু হলে সর্বতভাবে উপকার হবে এলাকাবাসীরা।আমি মনে করি আমার এলাকাটি এই সেতুর জন্য সব দিক থেকে পিছিয়ে আছে।গঙ্গা মন্ডল ঘাটের দ্রুত সেতু তৈরির জন্য ব্যাবস্থা নেবার দাবী জানিয়েছেন অট্ট এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584