বাঁশের জীর্ণ সেতু দিয়ে পারাপার,প্রশাসন খুঁজছে লিখিত অভিযোগ

0
65

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

crossing through a bamboo bridge

crossing through a bamboo bridge
ঝুঁকির পারাপার।নিজস্ব চিত্র

জীর্ণ বাঁশের সেতু দিয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।এতটাই দুর্বল এই সেতু যে কখন যে ভেঙে পড়ে তার ঠিক নেই।ভেঙে পড়ার সেই আতঙ্ক নিয়েই প্রয়োজনের দাবীতে চলছে গ্রামবাসীদের পারাবার।
ভয়ঙ্কর দুর্ঘটনার আতঙ্ক নিয়ে সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের উত্তর নিত্যানন্দপুরের নাথপারার অধিবাসীদের চলছে পারাবার।ডিভিসির ক্যানেলের উপর অবস্থিত এই বাঁশের সেতু বাম আমলে তৈরী হয়।তারপর থেকে এভাবেই চলছে।ভেঙে গেলে এবং যাতায়াতের অনুপুযুক্ত হয়ে পরলে স্থানীয়রা নিজেরাই ঠিক করে যাওয়া আসার উপযুক্ত করে তোলেন।ক্ষমতার বদল হলেও বদালাই নি পারাপারের এ চিত্র।বাঁশের এই সেতুটি একদিকে হেলে গিয়েছে,কোথাও আবার বাঁশ ভেঙে গিয়ে বেশ কয়েক ইঞ্চি ফাঁকা হয়ে গিয়েছে,অসাবধান বশত পার হতে গেলে ঘটতে পারে দুর্ঘটনা তবে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় রাতের বেলায়।রাতে সেতু পেরোতে গিয়ে অনেকেরই পা ভেঙেছে।আরও সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র ছাত্রীদের। এছাড়াও বর্ষাকালে বন্যা হলে যোগায়োগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।নাথপারা, সমাজপতিপারা , সুমিতিমানা ,পাণ্ডেপারা, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতাযাত করে এই সেতুর উপর দিয়ে । প্রতিদিন অনন্ত একহাজার মানুষ পারাপার করে এই সেতু দিয়ে।এই সেতু দিয়ে পার হয়ে স্কুলে যেতে গিয়ে পরে গিয়ে আহত হয়েছে স্কুল ছাত্র।পঞ্চায়েত থেকে প্রশাসন সকলের জানা সত্ত্বেও কেউ কোন ব্যবস্থা নেয় ন।স্থানীয় বাসিন্দা পরিমল হালদার বলেন,আমরা আতঙ্ক নিয়ে এই বাঁশের সেতু পারাপার করি। আমরা অনেকবার পঞ্চায়েতকে জানিয়েছি কিন্তু তারপরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাম আমলে এই সেতু তৈরী হলেও সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায়ের দাবি,স্থানীয় বাসিন্দাদের চাহিদা অনুযায়ী আমরাই ওখানে একটি বাঁশের সেতু তৈরী করে দিয়েছিলাম।এছাড়াও তিনি বলেন আমাদের কাছে স্থানীয় বাসিন্দারা লিখিত ভাবে কোন অভিযোগ করেনি।

crossing through a bamboo bridge
চম্পা হালদার,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
crossing through a bamboo bridge
রানি দাস,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুন: বছরের শেষ রবিবারে জমজমাট নিউ বকখালি চর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here