উমার ফারুক,নিউজফ্রন্ট,মালদা,২৭শে সেপ্টেম্বর:-
আজ মহাসপ্তমী মানুষ মেতে উঠেছেন দেবীর আরাধনায়।গলি থেকে রাজপথ সর্বত্র শারদ উৎসবের ঝিকিমিকি আলোয় প্লাবিত শহর থেকে শহরতলী। সীমাহীন আনন্দে উচ্ছসিত নারী-পুরুষ,শিশু,কিশোর থেকে বৃদ্ধ সকলেই। আজ মালদার আকাশ কালো মেঘে ঢেকে ছিল,কিন্তু মৃদু বৃষ্টিকে উপেক্ষা করে সন্ধা থেকেই ঠাকুর দেখতে মন্ডপে মন্ডপে ভিড় জমিয়েছেন আমজনতা।
মালদা শহরে মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখছেন। এদিন ভিড় ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন পুলিশ প্রশাসন।এবছর পূজোয় শৃঙ্খলা বজায় রাখতে কিছুটা কড়াকড়ি করেছেন জেলা প্রশাসন।শহরে ৫৬টি জায়গায় ব্যারিকেড তৈরি করা হয় পুলিশ প্রশাসনের উদ্যোগে ।
দুপুর ২টা থেকে রাত্রি ২টা পর্যন্ত শহরের প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।এদিন শহরের অনিক সংঘ, মৈত্রী সংঘ,দিলীপ স্মৃতি সংঘ,শান্তি ভারতী ক্লাব সহ অন্যান্য ক্লাবের পুজো মণ্ডপে গুলিতে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584