নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জেলা প্রশাসনের আধার সেন্টার চালু না হতেই সোমবার ভোর থেকে লম্বা লাইন পড়ল মালদহ জেলা গ্রামোন্নয়ন ভবনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ ভিড় জমায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।
বেলা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিলা পুরুষদের। অনেকে শিশুদের আধার তৈরী জন্য নিয়ে আসে। তবে এদিন থেকে আধার সেন্টার চালুর কোন বিজ্ঞপ্তি দেয়নি প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বেলা ১২ টা নাগাদ জানানো হয় কয়েক দিন বাদে চালু হবে এই সেন্টার।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে ফিরে যান সকলে। জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে আগামি শুক্রবার থেকে নতুন আধার সেন্টারটি চালু হবে। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ১৭০ জন এখানে নতুন আধার তৈরী বা ভুল সংশোধন করতে পারবে। এই বিষয়ে জেলা শাসক রাজর্ষী মিত্র জানান, আগামী শুক্রবার থেকে সেন্টারটি চালু হবে। এদিন যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের বোঝানো হয়েছে। সকলে ফিরে গিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584