শ্যামল রায়,নবদ্বীপঃ
চৈতন্য ভূমি নবদ্বীপ ও মায়াপুরে জোরকদমে শুরু হয়ে গেছে দোল উৎসব উপলক্ষ্যে পরিক্রমা।আজ হবে আবির খেলা।
তবে মহাপ্রভু চৈতন্যদেবের সাড়ে পাঁচশত বছর পূর্তি উপলক্ষ্যে নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন মন্দিরে জোরকদমে নগর কীর্তন পরিক্রমা এবং মহাপ্রভুর জন্মদিন উপলক্ষ্যে ধুমধাম পড়ে গিয়েছে।দোল উৎসব অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ আচার্যের পত্নী সচি মাতার কোলে নিমাই এর আবির্ভাব ঘটেছিল।
এই আবির্ভাব দিনটিকে স্মরণীয় রাখতে আজ সন্ধ্যে থেকেই আকাশে চাঁদ উঠার পর থেকেই বেজে উঠবে শতেক শাক,ঘণ্টা,মৃদঙ্গ।শুরু হয়ে যাবে মহাপ্রভুর অভিষেক।চৈতন্যের বিদ্রোহের প্রতীক হিসাবে জগন্নাথ মিশ্রের গৃহে রাজ রাজেশ্বর শীলাকে ১০৮ ঘড়া জল দিয়ে স্নান করানো হবে এবং অন্যান্য জাত কর্ম করা হবে এদিন এবং গৌরাঙ্গকে শিশুর চেলি পরানো হবে বেজে উঠবে কীর্তন এবং আরতির সুর।আজ অভিষেক এবং দোল পরেরদিন অন্নপ্রাশন।তাই চৈতন্যদেবের জন্ম দিন এবং অন্নপ্রাশনকে ঘিরে নবদ্বীপের মন্দিরের জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং মায়াপুরের ইস্কনে দোল উৎসব উপলক্ষ্যে রাধা কৃষ্ণের পার্থিব দোল উৎসব অনুষ্ঠিত হবে।নবদ্বীপ শহরের ধনেশ্বর মন্দির জন্মস্থান মন্দির কে সবজি গৌড়ীয় মঠ দেবানন্দ গৌড়ীয় মঠ শ্রী চৈতন্য সরস্বতী মন্দিরে হাজারে হাজারে ভক্ত দোল উৎসব উপলক্ষ্যে জমায়েত হয়েছেন এবং এরা আবীর খেলায় মেতে উঠবেন আজ।
নৃসিংহদেব পুর ঠাকুরতলায় শ্রী চৈতন্য সারস্বত মঠ আন্তর্জাতিক সেবাইত নির্মল আচার্য মহারাজ জানিয়েছেন যে তাদের মঠেও দেশ-বিদেশ থেকে বহু ভক্ত জমায়েত হয়েছেন এবং মহাপ্রভু চৈতন্যদেবের কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে। কীর্তন ভাগবত পাঠ প্রতিনিয়ত চলছে।কয়েক হাজার বক্তাদের উৎসব উপলক্ষ্যে নয়টা দ্বীপ প্রতিক্ষণ করা হয়েছে এবং চৈতন্য কথামৃত শুনেছেন ভক্তরা।
আরও পড়ুনঃ দোলের পূর্বেই নৃত্য গীত রঙে উৎসবের আমেজ হাসিমারায়
আজ দোল উৎসব উপলক্ষ্যে নবদ্বীপ থানার পুলিশের তরফ থেকে সমস্ত রকম কড়া ব্যবস্থা নেয়া হয়েছে যাতে শান্তি বিঘ্নিত না হয়।থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে সিভিক পুলিশ ও তাদের পুলিশকর্মীরা জনবহুল এলাকায় নজরদারি রেখেছে এবং মোবাইল পুলিশ ভ্যান সর্বত্র পাহারা দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584