শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার শিব চতুর্দশীতে মন্তেশ্বর থানার হাজার বছরের প্রাচীন মন্দির পাতেশ্বরে পুণ্যার্থীদের ঢল নেমেছিল।এ দিন কয়েক হাজার মহিলা তারা পূজো দেন এই মন্দিরে।মন্তেশ্বর থানার অন্তর্গত পাতুনগ্রামে এই মন্দিরটি গড়ে উঠেছে।প্রতি বছরের মতো এ বছরও পূজো দেওয়ার জন্য ভোর থেকে দীর্ঘ লাইন দেখা গিয়েছিল মন্দিরে।
নিত্য পুজো হলেও বছরের শিব চতুর্দশীতে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল উপবাস ভাঙ্গা ও মহোৎসব।সেবাইত সঞ্জীব মুখার্জি জানিয়েছেন যে নিত্য পূজা হলেও বছরের শিব চতুর্দশীতে মহোৎসব অনুষ্ঠিত হয়। তিনি আরো জানিয়েছেন যে এই মন্দির সংস্কার করার জন্য সরকারের তরফ থেকে সেরকম কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি।
তবে এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে পুরনো এই মন্দির সংস্কারের কাজ চলছে আরও আড়াই বছর ধরে এই মন্দিরের সংস্কারের কাজ চলবে বলে জানিয়েছেন সংস্কার কমিটির কর্ণধার পার্থ মুখার্জী।তিনি আরো জানিয়েছেন যে কথিত আজ থেকে হাজার বছর আগে মহাদেবের মূর্তি এখানে গ্রামের মানুষ দেখতে পায় আর সেই থেকেই ঋষি পতঞ্জলি নামে এক সেবায়েত পুজো শুরু করেন তার ধারা আজও প্রবাহমান।
আরও পড়ুনঃ শিবরাত্রি উৎসব ঘিরে পলসোনায় উদ্দীপনা
সঞ্জীব মুখার্জি নামের সেবাইত নিত্য পূজা থেকে শুরু করে সমস্ত রকম পুজো অর্চনা করে থাকেন।
এই পুজো ঘিরে পুণ্যার্থীদের ঢল নেমেছিল মঙ্গলবার।তবে পুজো দিতে আসা মহিলাদের কোন রকম অসুবিধে না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584