মহা শিবরাত্রিতে জেলার প্রাচীন মন্দির গুলিতে ভক্তদের ভিড়

0
134

শ্যামল রায়,কাটোয়াঃ

Crowd of devotees at shiv temple
নিজস্ব চিত্র

সোমবার মঙ্গলবার অনুষ্ঠিত হবে শিবরাত্রি পূজো ।সোমবার বিকেল থেকেই শিব ঠাকুরের পুজো দিতে মহিলাদের ভিড় চোখে পড়ল।মন্তেশ্বর থানার দিনওর গ্রাম পঞ্চায়েতের দেনুর গ্রামে ১৫০০ বছরের অধিক দিনোনাথ মন্দিরে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।সুউচ্চ দিনেশ্বরের মন্দির ঘিরে মানুষের মধ্যে কৌতূহল যথেষ্ট এবং মনোবাসনা পূর্ণ হয় বলে সকলের কাছেই পরিচিতি এই পূজো।এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তের ঢল নামে।পুরোহিত শচীন্দ্রনাথ গান, দেবাশীষ চক্রবর্তী প্রমুখ জানিয়েছেন যে এই মন্দিরে প্রতিবছর শিবরাত্রি পূজো উপলক্ষ্যে দিন রাত ভক্তরা পূজো দেন। তিনি জোরের সাথে বলেন ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় এখানে পুজো দিলে এমনটাই বিশ্বাস ভক্তদের।

Crowd of devotees at shiv temple
ভোগ রান্না হচ্ছে। নিজস্ব চিত্র

এছাড়াও মঙ্গলকোটের শংকরপুর বাবলা ডিহিতে শিব মন্দিরে ভক্তের ঢল নেমেছিল।কয়েকশো বছরের প্রাচীন ন্যাংটোশ্বর শিব মন্দিরে কাটোয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে এসেছিল। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার পূণ্যার্থী পুজো দিয়েছে এই মন্দিরে।অনেক গবেষক বলেছেন যে শিবরাত্রি মানে হচ্ছে হরগৌরীর বিয়ে হয়েছিল এদিন।

আরও পড়ুনঃ তিনশো বছরের প্রাচীন শিবমন্দিরে পুজো ঘিরে উদ্দীপনা

Crowd of devotees at shiv temple
ভোগ। নিজস্ব চিত্র

পৌরাণিক মতে শিব ও উমার বিয়ে উপলক্ষ্যে এই শিবরাত্রির জন্ম।তাই কালনা কাটোয়া মহকুমা জুড়ে প্রতিটি শিব মন্দির এই ভক্তের ঢল নেমেছিল।এদিন কালনা এক নম্বর ব্লকের শিব মন্দির কাটোয়া ১ ও ২ নম্বর ব্লক ও কেতু গ্রামে অট্টহাস মন্দির ভিড় ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here