সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রতিভাবান খেলোয়ারদের প্রতিভা বাড়ানোর পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে দুদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল মাধবনগর বাজারপাড়া ওয়েল ফেয়ার সোসাইটি। আটটি দল অংশ গ্রহন করে পাথর প্রতিমা কাপে ।দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন এলাকার প্রতিযোগিরা অংশ নেন খেলাতে,রয়েছে ঝাড়গ্রাম জেলার দলও।পাথর প্রতিমা কলেজ মাঠে চলে টানটান উত্তেজনা খেলা।
দু’দিন ব্যাপী খেলায় অংশ গ্রহন করেন ১০ টি দ্বীপের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ।ফুটবল খেলার উদ্বোধন করেন পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা,পাথর প্রতিমা ব্লকের ছাত্র যুব তৃনমূলের সভাপতি।ডাঙায় বাঘ জলে কুমির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চলে সুন্দরবনবাসীর জীবন।অভাব আর অনটন থাকলেও খেলাধূলা ভোলেনননি দ্বীপবাসীরা।
প্রতিভার বিকাশ ঘটাতে এবার ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিল পাথর প্রতিমা ব্লক।যার সহযোগিতার হাত বাড়ালো পাথর প্রতিমা ব্লকের মাধবনগর বাজারপাড়া ওয়েল ফেয়ার সোসাইটি।রবিবার শেষদিনে ফাইনাল কাপে মুখোমুখি হয় অক্ষয় নগর অরবিন্দ সংঘ বনাম দক্ষিন সুন্দরবন সংহতি সংঘ।টানটান উত্তেজনার এই ম্যাচ দেখতে দশ হাজারেরও বেশি দর্শকে ভরপুর ছিল পাথর প্রতিমা কলেজ মাঠ।অবশেষে ট্রাইবেকারে জয়ি হয় অক্ষয় নগর অরবিন্দ সংঘ।৭৫ হাজার টাকা সহ ট্রফি প্রথম পুরস্কার তুলে দেন।৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন পাথর প্রতিমা ব্লকের সভাপতি আব্দুর রেজ্জাক।উপস্থিত ছিলেন সহসভাপতি হিমাংশু আইচ,পাথর প্রতিমা ব্লকের ছাত্র যুব তৃনমূলের সভাপতি শরচ কুমার মাইতি,উদ্যোক্তা কমল কৃষ্ণ মাইতি সহ বিশিষ্ট জনেরা।এদিন পাথর প্রতিমা ব্লকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “প্রতিভাদের প্রশিক্ষনের অভাব।২৭০ টি ক্লাব রয়েছে ব্লকে ঠিকই কিন্তু বেশ কয়েকটি ক্লাব ছাড়া কেউ ক্রীড়া নিয়ে ভাবেনা।যারা ভাবেন তাদের কথা মাথায় রেখে আমরা স্টেডিয়াম করার পরিকল্পনা নেব।”কলেজ মাঠ সংস্করন করার পরিকল্পনা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।খেলার আয়োজক ও ব্লকের ছাত্র যুব সভাপতি শরচ কুমার মাইতি বলেন প্রবীন নবীনদের নিয়ে এই আয়োজন।প্রথম বর্ষে প্রভাব পরেছে ফুটবল খেলায়।একটায় আসা নাইজেরিয়া খেলোয়ারদের সঙ্গে দেশীয় খেলোয়ারদের খেলিয়ে ফুটবলের প্রতি মনযোগ বাড়ানো হবে।
আরও পড়ুনঃ খড়গপুর থেকে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইউনিট-এর যাত্রা শুরু
খেলার উদ্যোক্তারা তরফে প্রবীন দর্শক কমল কান্ত মাইতি জানান দক্ষিন সুন্দরবন থেকে অনেকে কলকাতায় লিগ খেলতে যেতে পারেনা। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে এই আয়োজন খুশি অনেকে।যদিও দর্শকদের মধ্যে মহিলা দর্শক এসেছেন খেলা দেখতে।তাই উৎসব মুখর হয়ে উঠেছে পাথর প্রতিমা কাপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584