শ্যামল রায়,নবদ্বীপঃ
চৈতন্য ভূমি নবদ্বীপের রাস উপলক্ষ্যে শুক্রবার কাতারে কাতারে মানুষ প্রতিমা দর্শন করলেন।উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।নবদ্বীপ শহরের উত্তর প্রান্তে পীরতলা গঙ্গা মাতা পুজো উপলক্ষ্যে একাধিক কর্মসূচির যেমন গ্রহণ করা হয়েছে, তেমনি স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা প্রতিমা ও মন্ডপ পরিদর্শন করলেন।

এছাড়াও নবদ্বীপ শহরের বড় শ্যামা মাতা দেখতে মানুষের ঢল নামতে দেখা গেল।এছাড়াও ছিল সরকারপাড়া,গৌরাঙ্গিনী,পোড়া মা তলার পুজো। বুড়োশিবতলা শুভদৃষ্টি অনুষ্ঠান এর উদ্যোগে দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। নবদ্বীপ ধাম রেল স্টেশনে তারামা পুজো কমিটি বিবেকানন্দ ও বিশ্বাস পাড়া মহিলাদের দ্বারা পরিচালিত নটরাজ বন্দনা সুন্দর মন্ডপ উপহার দিয়েছেন দর্শনার্থীদের।নবদ্বীপ পৌরসভা তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এবং নবদ্বীপ থানার ব্যবস্থায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর।নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তি বজায় রাখার জন্য সাদা পোশাকের পুলিশ সর্বত্র মোতায়েন করা হয়েছে এছাড়াও পুলিশ ও সিভিক পুলিশ টহল দিচ্ছে।স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা রাস যাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও বিদ্যানগর এ যুগল মিলন সংঘের প্রতিমার উদ্বোধন করেছিলেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিভাশ বিশ্বাস এবং শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সমিতির সম্পাদিকা মনীষা বিশ্বাস। এখানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ শ্রী নাম নামি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে রাস দর্শনার্থীদের পুষ্পান্ন বিতরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584