নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার ফালাকাটার ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে অনুষ্ঠিত হল চড়ক পূজা।এই পূজা উপলক্ষ্যে বসে মেলা।এদিন বিকাল থেকে শুরু হয় পূজা।বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার খানেক লোক গরুহাটি ময়দানে আসেন।
এদিন বিভিন্ন ধরনের খেলা এই চড়ক পূজাকে কেন্দ্রে করে দেখানো হয়।স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মন বলেন, ” গত ১০ বছরে এই গরুহাটি তে এই মেলা হয়নি এবার হচ্ছে আমরা খুব খুশি, তাতে নতুন প্রজন্মরাও এই চড়ক পূজাকে উপভোগ করতে পারবেন।” উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন তিনি।
এদিনে চড়ক পূজা পরিচালক নগেন রায় জানান,” জটেশ্বর গরুহাটি তে প্রায় ২০-২২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই চড়ক মেলা।খুব নিষ্ঠার সঙ্গে পূজা হচ্ছে ।”
আরও পড়ুনঃ পূর্বস্থলীর বুড়ো মা মন্দিরে চারদিন ব্যাপী মিলন মেলার আয়োজন
ঢাকের বাজনায় জটেশ্বর গরুহাটি ময়দান উৎসবে মেতে উঠেছে।মেলা প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584