সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
গঙ্গাসাগর মেলা যেমন সারা দেশের কাছে আলাদা মাহাত্ম্য দেখা যায় তেমন লক্ষ্য লক্ষ্য মানুষ এই গঙ্গাসাগরে পূন্যস্নান করে তারা বাড়ি ফেরে।আর সাগর মেলার এক মাস পর দেখা যায় মাঘী পূর্ণিমা।পূর্ণিমার তিথিতে পুণ্যস্নানে সারা রাজ্যের মানুষ পুণ্য লাভের আশায় রাত ভোর অপেক্ষার পর ভোর হতে সূর্যের আলো ফুটতেই না ফুটতেই ডুব দেয় গঙ্গাসাগরে।তারপরে কপিলমনি মন্দিরে তারা পুজো দেয়।আর এই কপিল মুনির মন্দির চত্বরে বসেছে নানান জিনিসের দোকান।
এখন পূণ্যার্থীদের জন্য যাতে রাতে কোন রকম কষ্ট না হয় সে জন্য সরকারিভাবে তাদেরকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়।যাত্রীর সেট বানায় স্থানীয় পঞ্চায়েত ও সাগর পঞ্চায়েত সমিতি।তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা।তবে সারারাত এই যে পুণ্যার্থীরা জেগে থাকেন। তাদেরকে আনন্দ দিতে মেলা চত্বরে বিভিন্ন জায়গায় সংস্কৃতি অনুষ্ঠান হয়।
আরও পড়ুনঃ পৌঁছলো বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীবাহি
যেমন একদিকে গাজন আরেক দিকে যাত্রা।কোথাও আবার ম্যাজিক শো।এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোরঞ্জনে ভরে রাখে সারা রাত।পূণ্যলগ্নে পুণ্যস্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে যে যার বাড়ি ফিরছে।এদিন দক্ষিণ ২৪ পরগনা সহ অন্যান্য জেলা থেকে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।পুণ্যার্থীদের সমাগম ঘিরে পুলিশ থাকে,কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার নজর রাখা হয়।
মাঘি পূর্নিমার দিনে লক্ষাধিক মানুষের ঢল নামে সাগর মেলা ভুমিতে।গঙ্গাসাগরে যারা মকরসংক্রান্তি মেলার সময় বাঙালিরা ভিরের ঠেলায় আসতে পারেন না ।তাই এইসময় কালে আসেন বাঙালি সাগরদ্বীপ পুণ্যার্থীরা।নাগা সাধু সন্যাসীদের আশীষ আর কপিল মুনি দর্শনে এবারে লক্ষাধিক মানুষের ঢল নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584