নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পুজো শেষ হতেই পর্যটকদের ঢল নেমেছে বন্য জন্তু ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা জলদাপাড়া জঙ্গলে।জলদাপাড়া জঙ্গলে হাতির পিঠে চড়ে এক শৃঙ্গ গন্ডার দেখতে দূর দূরান্ত থেকে ভীড় জমিয়েছে বহুপর্যটকের দল।লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে কেউবা টিকিট কাটছেন, কেঊ বা হতাশ হয়ে পড়ছেন।
তবে নিরাশ হচ্ছেন না কেউ।যতই ভিড় থাকুক হাতির পিঠে চড়ে গা ছমছম করা গভীর জঙ্গলের মনোরম পরিবেশ এবং গন্ডার দেখার আকাঙ্ক্ষা তাদের হাতছানি দিয়ে ডাকছে।সুদুর কলকাতা থেকে আসা সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান,”চার ঘন্টা ধরে অধীর আগ্রহে বসে আছি টিকিটের জন্য।” ইচ্ছে আছে হাতির পিঠে চড়ে জঙ্গলে ঘুরে বেড়াব।গাইড দীপঙ্কর কর ন্রাহ্মিন বলেন গতবারের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বেশি বলেই মনে হচ্ছে।এবার শীত পড়তেই পর্যটকের ঢল নেমেছে।
সাফারি গাড়ির মালিক মিঠুন দাস জানান,পূজার পর থেকেই টুরিস্টদের ভিড় বাড়ছে।তবে ভিড় আরো বাড়বে বলেই তিনি মনে করেন।অপর দিকে চোরা শিকারীদের দৌরাত্মের কথা মাথায় রেখে জঙ্গলে নজরদারি জোরদার করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা যায়।
আরও পড়ুনঃ রয়্যাল বেঙ্গল শাবক ইকার মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584