নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
উত্তর মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী দিল্লি থেকে মালদহ পৌছাতেই তাকে ঘিরে ধরে কর্মী সমর্থকরা।শনিবার দিল্লি থেকে মালদায় ফিরেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।এদিন বেলা একটা নাগাদ,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে মালদায় পৌঁছান উত্তর মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।গত কয়েকদিন আগে সিপিএম দল ছেড়ে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন।
হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেন মুর্মু উত্তর মালদহ কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন এই জল্পনা হতেই তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্টার টাঙানো হয় উত্তর মালদহ কেন্দ্রের বিভিন্ন এলাকায়।এরপর দিল্লি থেকেই প্রার্থী হিসাবে খগেন মুর্মুর নাম ঘোষণা করা হয়।শনিবার দুপুরে মালদহ রেল স্টেশনে পৌঁছান তিনি।তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র সহ অন্যান্য নেতাকর্মীরা। তারা তাকে স্বাগত জানান।আদিবাসী নৃত্যের মাধ্যমেও স্বাগত জানানো হয় বিজেপি প্রার্থীকে।
আরও পড়ুনঃ প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূলে যোগ দিল তিনশো সিপিআই সমর্থক
প্রচুর কর্মী সমর্থকদের ভিড় জমে মালদহ রেল স্টেশনে।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খগেন মুর্মু বলেন,নির্বাচনে জিতলে এলাকার অসম্পূর্ণ কাজ সম্পুর্ণ করবেন।জেতার ব্যাপারেও তিনি আশাবাদী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584