নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
পালিত হল ছট পূজা।তবে ব্লকের সব চাইতে বড়ো এবং ডুয়ার্সের অন্যতম ছটের ঘাটটি হল বীরপাড়া সংলগ্ন জাতীয় সড়কের গেরগেন্ডা নদীর তীরে।
এদিন গেরগেন্ডা নদীর ঘাটে অসংখ্য মহিলারা জলে নেমে সূর্য দেবতার প্রতি অর্ঘ নিবেদন করে প্রথম দিনের পূজা শেষ করে বাড়ি ফিরে যান।
কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীদের সমাগমে পূজা ঘাটটি হয়ে উঠে পুনক্ষেত্র।ঘাট কমিটির সম্পাদক প্রদীপ সুরি জানান,গত বারের তুলনায় এ বছর ভক্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।বীরপাড়া এলাকা সহ ধুপগুড়ি ব্লকের বিন্নাগুড়ি থেকে ও পূজারী এবং ভক্তরা অংশ নিয়েছেন।
এদিন পূজা ঘাটে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ টিগগা,ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির অন্যতম সদস্য পঙ্কজ দাস,ব্লক কার্যকারি সভাপতি মান্না লাল জৈন,অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।
আরও পড়ুনঃ সমারোহের সাথে ছটপূজা পালিত হচ্ছে ঝাড়গ্রামে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584