সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বেশ কয়েকদিন আগে ডোমকলের ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল যে, ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে মোট ১ হাজার স্লিপ বিতরণ করা হবে, আধার কার্ড নতুন ও সংশোধন করার জন্য।
সেই মত আজ ডোমকল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আধার কার্ডের স্লিপ প্রদান শুরু হয়েছে। তবে বলা হয়েছিল যে, ১ হাজার জনকে স্লিপ দেওয়া হবে এদিকে দেখা যাচ্ছে সেখানে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ লাইন দিয়েছেন। অনেকেই বিভ্রান্ত হয়ে দূর দূরান্ত থেকে রাত থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানান যায়।
আরও পড়ুনঃ প্রতিবন্ধীদের নিয়ে লালগোলা ব্লক কমিটির আলোচনা সভা
আধার কার্ড সংশোধনকে কেন্দ্র করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এত মানুষের লাইন দেখে ব্যাংক পক্ষ জানিয়েছে, আমাদের ১ হাজার স্লিপ দেওয়ার কথা বলা হয়েছে, আর সেই মত ১ হাজার স্লিপই দেওয়া হবে। বাকিরা না পেলে কিছু করার নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। এই ভিড় সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে ডোমকল থানার পুলিশ প্রশাসনও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584