নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভূত বের হয়েছে বের হয়েছে এমনটাই প্রচারিত হয়েছে সমস্ত ফালাকাটা জুড়ে , তবে দিনে দুপুরে ভূত তাই হয় নাকি!ঘটনার কেন্দ্র আশ্রম পাড়ার শুভাশিস ভৌমিকের বাড়ি।হাজার হাজার লোক বাড়িতে ভীড় করছে ভূত দেখতে।নিউজফ্রন্টের পক্ষ থেকে বাড়িতে গিয়ে দেখা যায় ১০০ টাকার পনেরোটি নোট মাঝ বরাবর দুই টুকরো হয়ে আছে।
টেবিল ফ্যান মাঝখানে দু -টুকরো করে ভাঙ্গা এমনি দৃশ্য পড়ছে চোখে। আবার বাড়ীর উঠানের লাইলনের রশি টুকরো টুকরো হয়ে আছে।বাড়ীর মালিক শুভাশীষ ভৌমিক বলেন, ভূতের কোন কারণ দেখতে পাচ্ছি না। তবে চুরির ঘটনা বলেও মনে হচ্ছে না । এখানে অন্য কোন কারণ আছে। শুভাশীষ ভৌমিক আরও বলেন এই ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ।
তবে এখন বাড়িতে থাকতে ভয় হচ্ছে বলে জানান তিনি । ফালাকাটা থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।বিজ্ঞান কর্মী প্রবীর রায় চৌধুরী বলেন, “ভূতের অস্তিত্ব নেই এটা ধূব সত্য । মানুষ বহুরূপী হয়ে আরেকটা মানুষকে ভুতের ষড়যন্ত্র করে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এবং এখানেও মনে হয় মানুষ কেউ কোন ষড়যন্ত্র করে ঘটনা ঘটিয়েছে।
আর বাস্তবে ভূত কখন ভাবে মানুষ যখন মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে থাকলে এরমকম অলীক কল্পনা আসে । সেই সময় অনেকেই ভূত বলতে চায় । আমার যা মনে হয় কোন একটা মানুষ ঘটনা ঘটেছে এবং বাস্তবে ভূতের কোনো অস্তিত্ব নেই” ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584