নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
রবিবার সাত সকালে হাজার হাজার মানুষ ভীড় জমিয়েছেন পূর্ব মেদিনীপুরের পেটুয়া ঘাট মৎস্য বন্দরের অন্তর্গত দহসোনাময়ী মৎস্য খটিতে।না বেড়ানোর জন্য নয়।ভীড় জমিয়েছেন কুড়ি কুইন্টালের এক দানব উড়ুক্কু মাছ দেখার জন্য।এদিন মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই বিশাল আকারের একটি উড়ুক্কু মাছটি।মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান,গভীর সমূদ্রে বসবাসকারী মাছটি সম্ভবতঃ খাবারের সন্ধানে ছুটতে ছুটতে এই এলাকার দিকে এসে পড়েছিল।
আরও পড়ুনঃ পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার
জানা গিয়েছে রবিবার সকালে ‘মা মনসা’ নামে একটি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসে।সেই ট্রলারের জালেই মাছটি উঠে এসেছে।উড়ুক্কু মাছটির ওজন প্রায় কুড়ি কুইন্টালের মতো।খবর পেয়ে মাছটিকে দেখতে ভীড় জমান হাজার হাজার স্থানীয় বাসিন্দা।মৎস্যজীবীদের দাবী, গভীর সমুদ্রে থাকা এই মাছ খাওয়ার ধরতে জল থেকে অনেকটা উঁচুতে উঠে আসে। অসাধারণ ক্ষীপ্রতায় শিকার করার জন্যই এরা উড়ুক্কু মাছ নামে খ্যাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584