টোপে ধরা পড়া বাঘরোলকে ঘিরে ভিড় গ্রামবাসীর

0
358

মোহনা বিশ্বাস, হুগলিঃ

অবশেষে ধরা পড়ল বাঘরোল। বেশ কিছুদিন আগেই কোননগরে একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল বাঘরোল হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়া ওই প্রাণীটি বাঘ কি না তা নিয়ে আতঙ্কে ছিল কোননগরবাসী। তবে বনদফতর আধিকারিকরা তখন বলেছিলেন, ওই প্রাণীটি বাঘ নয়, বাঘরোল বা ফিশিং ক্যাট।

বাঘরোল৷ নিজস্ব চিত্র

ঘটনার পর সম্প্রতি হুগলির পোলবা থানার অন্তর্গত জারুয়া গ্রামে হঠাৎই উধাও হয়ে যাচ্ছিল পোষা হাঁস, মুরগী। রাত হলেই এই ঘটনার শিকার হচ্ছিলেন গ্রামবাসীরা। আতঙ্কে ছিল গোটা গ্রাম। আদৌ কোনও অজানা প্রাণীর উপদ্রব শুরু হয়েছে কি না, তা জানার জন্য খাঁচা পেতে ছিলেন গ্রামবাসীরা।

অবশেষে বৃহস্পতিবার রাতে খাঁচায় ধরা পড়ে বাঘরোলটি। পরদিন সকালে বন্দি ওই বাঘরোলটিকে দেখতে ভিড় জমান ওই এলাকার বাসিন্দারা। বাঘরোলটির যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here