শীত পড়তেই গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের

0
182

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

শীত পড়তেই গাঁদা থেকে বিভিন্ন ফুল গাছের বিক্রি বেড়েছে মালদহ শহর জুড়ে। শীতের মরশুমে বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় ফুল প্রেমীদের। স্থায়ী ফুলের দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বসেছে ফুলের অস্থায়ী দোকান। গাছগুলি ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

Crowds to buy flower trees  in the winter season
নিজস্ব চিত্র

গাঁদা ফুলের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরা সহ বিভিন্ন প্রজাতির মরশুমী ফুল। শীতের মরশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে। শুধু মালদা জেলা নয় পাশ্ববর্তী মুর্শিদাবাদ ও উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

রাজু নামে এক বিক্রেতা জানান, শীতের তিন মাস ভাল বিক্রি হয় মরশুমী ফুলের চারা। এবারো শীত পড়তেই শুরু হয়েছে বিক্রি। কাজল দাস নামে এক ক্রেতা জানান, বাড়ির সৌন্দর্যয়ন বাড়াতে ফুল গাছ লাগায়। এবারো চারা কিনতে এসেছি। তাছাড়া গাছ লাগানো পরিবেশের পক্ষে ভাল। তাই সকলকে গাছ লাগানো উচিৎ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here