মীর রাকেশ রৌশান, নিউজফ্রন্ট
দৈনন্দিন ১০ টা ৫টা জীবন-জীবিকায় কোথাও যেন আমাদের আমিত্বটাকে হারিয়ে ফেলছি। আর সেই জীবনের বেঁচে থাকার মজাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে ইডিয়ট বক্সের নিবেদনে সঞ্চিতা রায়ের ‘কাগজের নৌকার’ ভিড় ঘিরে আসে গানটির ভিডিও রিলিজ করলো। এই ভিডিও তে সঞ্চিতা রায় নিজে অভিনয় করেছে।
সঞ্চিতা রায়ের কাগজের নৌকার মিউজিক আলবাম এই বছর রিলিজ করেছে। যার গীতিকার সৌরভ মালাকার আর মিউজিক কম্পোজ করেছেন লক্ষীছাড়া ব্যান্ডের গৌরব গাবু চট্টোপাধ্যায় ও ক্যাকটাস ব্যান্ডের বেস গীটারিষ্ট মৈনাক বাম্পি নাগ চৌধুরি।
সঞ্চিতা রায়ের আগের অ্যালবাম ‘অপেক্ষা’ দর্শকের মন ছুঁয়েছিল আর ‘কাগজের নৌকা’ গৌরব গাবু চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে অন্য মাত্রা পেয়েছে ও তাকে আরো পরিণত মনে হয়েছে।
এছাড়া বেশ কিছু বাংলা ছবিতে সঞ্চিতা প্লে ব্যাক করেছেন। তার মধ্যে পেন্ডুলাম অন্যতম।আশা করি ভিড় ঘিরে আসের ভিডিও ও গান তার অগনিত ফ্যান আর শুভাকাঙ্ক্ষীদের জীবনের চারপাশের ভিড় বাঁচিয়ে বেচে থাকার অন্য স্বাদ দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584