আশাহত নাবালিকার মন রাখতে মাজারোই পরিবারের সাথে সাক্ষাতে ক্রাউন প্রিন্স

0
64

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে হাত মেলানোর চেষ্টায় ব্যর্থ একটি ছোট্ট মেয়ের ছবি ভাইরাল হতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ছবিটি দেখার পর ক্রাউন প্রিন্স ব্যক্তিগতভাবে মেয়েটির সাথে দেখা করতে যান।

crown-prince-meet-to-family-of Aisha Mohammed Mushait | newsfront.co
আয়েশাকে প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের স্নেহাশীষ। চিত্র সৌজন্যঃ টুইটার

সৌদি আরবের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান, বিন আবদুল আজিজের সরকারি সংবর্ধনার সময়, ছোট্ট মেয়ে আয়েশা মোহাম্মদ মাশীত আল মাজরোই, শেখ মোহাম্মদ বিন জায়েদ কে স্বাগত জানাতে হাত বাড়িয়েছিল আর ঠিক সেই মুহূর্তটিই ক্যামেরায় ধরা পড়ে যখন ক্রাউন প্রিন্স তাকে খেয়াল করতে না পারায় মেয়েটি তার সাথে হাত মেলাতে ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ ১০৬ দিন পর জামিনে মুক্ত চিদাম্বরম

তবে ভিডিওটি ভাইরাল হাওয়ার পর মেয়েটিও অবাক হয়ে যায় এবং মোহাম্মদ বিন জায়েদ ভিডিওটির বিষয়ে অবগত হাওয়ার পরই ব্যক্তিগত সফরে মাজারোই পরিবারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। এই সফরের ভিডিওগুলিও এরপর ভাইরাল হতে থাকে। সকলে ক্রাউন প্রিন্সের এই পদক্ষপের বেশ প্রশংসা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here