সিনেমহলের নজর কাড়ল ‘ক্রাউন উড’-এর প্রথম গালা অনুষ্ঠান

0
52

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

Crown Wood Festival | newsfront.co
প্রতিবেদক

সম্প্রতি অনুষ্ঠিত হল ‘ক্রাউন উড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- এর প্রথম বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রোটারি সদনে আয়োজিত হয় ক্রাউন উডের প্রথম বাৎসরিক গালা অনুষ্ঠান। অনুষ্ঠান উদযাপনের দিনে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, সায়ন্তনী গুহ ঠাকুরতা এবং পরিচালক সুব্রত সেন।

Chiranjeet | newsfront.co
প্রতিবেদক

এদিন চিরঞ্জিৎ চক্রবর্তী জানান,”এই ধরনের ছোট ছোট চলচ্চিত্র উৎসব নতুন চিত্র পরিচালকদের সাহায্যের পাশাপাশি তাদের উদ্বুদ্ধ করতে সাহায্য করবে”।

তিনি আরও জানান, “ক্রাউনউড প্রতিমাসে যে ধরনের অনুষ্ঠান করে তা একটু অন্যরকম লেগেছে আমার কাছে। যত এই ধরনের অনুষ্ঠান হবে তত বেশি ছবি তৈরি হবে, পুরষ্কার দেওয়া হবে, সেটা চলচ্চিত্র জগতের জন্যই ভালো এবং মঙ্গলের।”

Festival | newsfront.co
প্রতিবেদক

ক্রাউন উডের এই প্রথম গালা অনুষ্ঠান চোখ কাড়ল সিনেমহলে। সারা পৃথিবীব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ৮ টি ক্যাটাগরিতেই পুরস্কার জিতেছে আমাদের দেশ। তার মধ্যে উল্লেখযোগ্য হল বেস্ট মিউসিক ভিডিও (গ্লোবাল লাভ), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, হরর ফিল্ম, ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন ফিল্ম, সাইলেন্ট ফিল্ম, স্টুডেন্ট ফিল্ম।

Crown wood festival | newsfront.co
প্রতিবেদক

আরও পড়ুনঃ প্রেমদিবসে এল ‘লাভ হেট ধোকা’, প্রিমিয়ারে চাঁদেরহাট

ছবি দেখতে উপস্থিত ছিলেন অগণিত দর্শকের পাশাপাশি একাধিক পরিচালক এবং ছবি বিশেষজ্ঞরা।
ক্রাউন উডের এই অনুষ্ঠান নিয়ে বেশ উচ্ছ্বসিত বলিউডের একাধিক পরিচালক সহ সিনেপ্রেমীরা।

Internatinal festival | newsfront.co
প্রতিবেদক

ভারতবর্ষ ছাড়াও আর্জেন্টিনা, ক্যানাডা, পোর্টুগাল, জার্মানি, অ্যামেরিকা মতো দেশের অ্যাওয়ার্ড উইনিং ছবি প্রদর্শিত হয় এদিন।

Guest | newsfront.co
প্রতিবেদক

ক্রাউন উডের অন্যতম কর্মকর্তা অরিন্দম ভুঁইয়া জানান, “প্রথম বাৎসরিক অনুষ্ঠানে আমরা বেশ উচ্ছ্বসিত এই কারণে যে, ভারতবর্ষের একাধিক রাজ্যের চিত্র বিশেষজ্ঞরা তাঁদের বিশেষ সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্য করেছেন এবং বিদেশের একাধিক পরিচালকদের আমরা ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here