নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার রেললাইনে টহলদারি শুরু করল সিআরপিএফ। এদিন সকালে দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম-ঘাটশিলা ও ঝাড়গ্রাম-খড়্গপুর লাইনে টহল দেন সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

এদিন বিকেলে সিআরপিএফের ২৩২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা জামনী ব্লকের টাডিয়া, দরখুলি, কাশিয়ায় রুটমার্চ করেন। সম্প্রতি, জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে সিআরপিএফ ও পুলিসের টহলদারি বেড়েছে।

আরও পড়ুনঃ বীরভূমের শহীদ, রাজেশ ওরাং -এর বাড়িতে রাজ্যপাল
গােয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় মাওবাদীদের আনাগোনা বেড়েছে। এমনকী মাওবাদীরা নতুন কৌশল করে মিটিং করছে। সেই রিপাের্ট গােয়েন্দাদের কাছে পৌঁছেছে ৷ তাই এ রাজ্যের পুলিশকে সতর্ক করেছে গোয়েন্দা দপ্তর। সম্প্রতি, রাজ্য পুলিসের আইজি জেলায় এসে এক উচ্চ পর্যায়ের মিটিং করে গিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584