নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
জঙ্গলমহলে একদিন যারা ‘মাওবাদী’ মােকাবিলা করার জন্য বন্দুক ধরেছিলেন, এখন তারাই করােনাকে রুখতে সে হাতেই তৈরি করছেন ‘মাস্ক’। জঙ্গলমহলে এ ভাবেই মারণ ভাইরাসের কবল থেকে গোটা ঝাড়গ্রামবাসিকে বিপদমুক্ত করতে এবার মাস্ক তৈরির কাজ করছেন সিআরপিএফের মহিলা জওয়ানরা।
শুধু তাই নয়, ‘হ্যান্ড মেড মাস্ক’কে মডেল হিসেবে সামনে রেখে গ্রামের মহিলাদেরও এই ধরণের কাজ করতে উৎসাহ দিচ্ছেন সিআরপিএফের এই মহিলা জওয়ানরা।
আরও পড়ুনঃ বীরভূমের রাস্তায় স্বশরীরে কোভিড – ১৯
জানা যায়, ঝাড়গ্রাম রাজ কলেজ কলােনিতে থাকা সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের জি কোম্পানির মহিলা জওয়ানরা, বৃহস্পতিবার নিজেদের হাতে বানানাে মাস্ক ঝাড়গ্রাম ব্লকের ধরমপুর-রানাপাড়া গ্রামের বাসিন্দাদের বিতরণ করেন।
এদিন দুপুরে গ্রামের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখেই আট থেকে আশি সকলের হাতে সেই মাস্ক তুলে দেওয়া হয়। একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার জন্য এই সিআরপিএফ জাওয়ানদের মোতায়ন করা হয়েছিল। এখন সেই জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের জন্য নানা কর্মসূচী গ্রহণ করছেন।
গত কয়েকদিন ধরে সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের ক্যাম্পে সেলাই মেশিনে মাস্ক তৈরি করেন সিআরপিএফের হেড কনস্টেবল শিখা মণ্ডল, কনস্টেবল চন্দ্রকলা, সুমন শমারা। তাঁরা বলেন, ‘বাড়িতে থাকা কাপড় দিয়েই এই মাস্ক তৈরি করা যাবে। আমাদের কাছে থাকা নতুন কিছু কাপড় দিয়ে আমরা ১৮০ টি মাস্ক তৈরি করেছিলাম। কাপড়ের ঘাটতি থাকায় বেশি করা যায়নি।’
এদিন ধরমপুর-রানাপাড়া গ্রামে মাস্ক বিতরণ অনুষ্ঠানে মহিলা ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট রবিন পি জে বলেন, ‘এখন কোভিড-১৯ মােকাবিলার ক্ষেত্রে সকলের মাস্ক পরা কতটা জরুরি তা বােঝানাের পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টিও আমরা গ্রামবাসিদের বুঝিয়েছি।
মূলত ২০১৮ সাল থেকে বিভিন্ন গ্রামে আমরা মহিলাদের স্বনির্ভর করার জন্য একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করেছিলাম। এবার দেশ রক্ষার স্বার্থে সেই সব মহিলারা এগিয়ে এসে কীভাবে হ্যান্ড মেড মাস্ক তৈরি করতে পারবেন তা দেখানাের পাশাপাশি নতুন ১৮০টি মাস্কও তুলে দিয়েছি গ্রামবাসিদের হাতে।
তবে আশা করি গ্রামের মহিলারাও এভাবে বাড়িতে নিজেরাই তৈরি করলে, বাজারে যে মাস্কের সংকট দেখা দিয়েছে তা থেকে অনেকটা সুরাহা পাওয়া যাবে।’ মাস্ক হাতে পেয়ে খুশি গ্রামের মহিলা সুজাতা রানা, মালতী শবর থেকে সুনীল রানা, সুভাষ রানারাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584