নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচে হারের খরা কাটলো চেন্নাই সুপার কিংসের পাঁচ উইকেটে রোহিতদের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতে অভিযান শুরু ধোনির দলের। টুর্নামেন্ট শুরুটা সেই খারাপই হল সব থেকে বেশি বার আইপিএল ঘরে তোলা দলের। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক ধোনি।
মরু শহরে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে বড় স্কোর করতে দিল না চেন্নাই সুপার কিংস বোলাররা৷ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ধোনির সেই স্পিন অঙ্কতে বাজিমাত হল।
৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে মুম্বই ক্যাপ্টেন রোহিতের উইকেট তুলে নেন পীযুষ চাওলা৷ ডি কক চালিয়ে খেললে তিনিও ফিরে যান। এরপরে সূর্য কুমার যাদব ও সৌরভ তিওয়ারি মুম্বই ইনিংস কে এগিয়ে নিয়ে যান.তবে মুম্বইয়ের দলের বড় রান না ওঠার কারণ হল পোলার্ড ও পান্ডিয়ার রান না পাওয়া।
আইপিএলে অন্যতম সেরা স্ট্রাইরেট এই ক্যারিবিয়ান অল-রাউন্ডারের৷ সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনাবাগো নাইটরাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন পোলার্ড৷ কিন্তু আজ ব্যর্থ হন তিনি।
তবে বল হাতে শুরুটা ভালো করে মুম্বই চেন্নাইয়ের ওয়াটসন ও বিজয়কে ফিরিয়ে দিয়ে প্যাটিনসন ও বোল্ট চাপ বজায় রাখেন কিন্তু তাঁদের স্পেল শেষ হতেই রায়ডু ও ডুপ্লেসিস চেন্নাই ইনিংস কে শক্ত করেন তাঁদের ব্যাটই জেতালো সিএসকে।
মিডল অর্ডারে আক্রমণাত্মক ইনিংস খেলেন শাম কুরানও। তবে নতুন পরিবেশে আইপিএল খেলা উপভোগ করলেন জানান রোহিত ও ধোনি দুজনেই. আগামী কালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584