নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
টানা এক মাস দিন রাত খেটে নিজেরাই পুজো মণ্ডপ সাজানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, যাতে করে দর্শনার্থীদের আনন্দ দেবার পাশাপাশি দুঃস্থ মানুষের মুখেও হাসি ফোটাতে পারে।
আর এমন উদ্যোগ নিতে দেখা গেল আলিপুরদুয়ার চৌপথি দুর্গা পুজাে কমিটিকে। পুজো কমিটির সদস্যরা একত্রিত হয়ে পুজোর মণ্ডপ সাজানোর দায়িত্ব নিয়েছেন।
এদিন কমিটির সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”এবারে লকডাউনের কারণে সবারই আর্থিক পরিস্থিতি সংকট জনক, ফলে কেউ কেউ ঠিক করে চাঁদা দিতে পারছে না। আর কারও কাছে বাড়তি চাঁদার আবদারও করতে পারছি না। তবে এবছর আমাদের একটি মাত্র লক্ষ্য, টাকা জমিয়ে কমিটির তহবিল থেকে দুঃস্থ পরিবারের মানুষের সাহায্য করা। এর জন্য সবাই মিলে মণ্ডপ সাজানোর দায়িত্ব নিয়েছি। যাতে যে পরিমাণ টাকা মণ্ডপের রূপসজ্জায় কাজে লাগবে তার পরিমাণ যাতে কমে যায়।”
আরও পড়ুনঃ নয় লক্ষ টাকার চেক ফেরাল আলিপুরদুয়ারের টোটো চালক
তিনি আরও জানান, “লকডাউনে অনেকেই ঘরে বসে বিভিন্ন ধরণের হাতের কাজ শিখেছে, তারই পূর্ণতা প্রকাশ পাবে এই মণ্ডপসজ্জায়। কাজের জন্য পাড়ার বন্ধুদের সাথে সময় কাটাতে কেউ পারতাম না, তাই সকলে মিলে কাজ করে আগের বন্ধুত্বের আমেজও ফিরে পেয়েছি ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584