স্থায়ীকরণ-বেতন বৃদ্ধির দাবিতে সিএসপি-র ডেপুটেশন

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কর্মক্ষেত্রে স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন সহ সরকারি বিভিন্ন সুবিধার দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল সিএসপি (কমিউনিটি সার্ভিস প্রোভাইডার) কর্মীবৃন্দ ।পাঁচ শতাধিক মহিলাকর্মী জেলাশাসকের দপ্তরে বেলা এগারোটা নাগাদ বিক্ষোভ দেখাতে হাজির হন ।

csp association | newsfront.co
বিক্ষোভে সামিল মহিলা কর্মী বৃন্দ ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন শুরু করার দাবিতে বিক্ষোভ- মিছিল

২০১১ সালের পর থেকে চুক্তির ভিত্তিতে এই ধরণের কর্মীদের নিয়োগ করা হয়েছিল। যাদের বেতন তিন হাজার টাকার মতো।রাজ্যজুড়ে স্ব সহায়ক দল গুলিকে বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়া, সরকারি দপ্তরের সঙ্গে সংযোগ বিধান করে স্বসহায়ক দলগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন এই কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ।

রাজ্যে দশ হাজারের বেশী এইরকম কর্মী রয়েছেন। পশ্চিম মেদিনীপুরে প্রায় সাড়ে পাঁচশো এই স্তরের মহিলা কর্মী রয়েছেন।এই মহিলা কর্মীরাই বুধবার জেলাশাসকের দপ্তরে সমবেত হয়ে নিজেদের একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here