রঙ্গিলা খাতুন ও কবির হোসেন, মুর্শিদাবাদঃ
এক রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সালার থানার অন্তর্গত সোনারুন্দিগ্রামে । অভিযুক্ত ব্যক্তির নাম সন্দীপ ঘোষ। গত প্রায় পাঁচ বছর ধরে গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাচ্ছিলেন সন্দীপ ঘোষ। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মনে প্রশ্ন দেখা দেয়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের ডোমকলে মারুতি ভ্যানে আগুন
সেই পরিপ্রেক্ষিতেই সোনাররুন্দি গ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় খোঁজখবর নিলে ব্যাঙ্ক থেকে বলা হয় গ্রাহক পরিষেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে । এখবর ছড়িয়ে পরলে মঙ্গলবার সকালে প্রথমে গ্রাহক পরিষেবা কেন্দ্রে পরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গ্রাহকরা জমায়েত করে পুলিশ প্রশাসন ছাড়াও ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। গ্রাহকদের মধ্যে আলোচনার পর বিষযটিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং গ্রাহকদের বকেয়া ফেরত দেওয়ার ব্যাপারে আলোচনা হবে বলে জানানো হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সন্দীপ ঘোষ পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584