বর্ধমান হাসপাতালে ফের বিকল সিটি স্ক্যান মেশিন

0
96

সুদীপ পাল, বর্ধমানঃ-

প্রায় সপ্তাহ দুয়েক ধরে সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল তারপর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা মেশিনটি মেরামত করেও দিল, কিন্তু আবার সেই একই ছবি বর্ধমান হাসপাতালে।  কয়েকদিনের মধ্যেই ফের বিকল মেশিন। তার জেরেই দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও পরিবারের লোকজনেদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, চার কোটি টাকা খরচা করে জাপানি সংস্থার তৈরি সিটি স্ক্যান মেশিনটি হাসপাতালে বসানো হয়েছিল। কিন্তু বারবার সিটি স্ক্যান মেশিন খারাপ হওয়ায় রোগীদের ভূগতে হচ্ছে। হাসপাতালের সুপার ডাঃ উৎপল দাঁ বলেন, “এই দামী যন্ত্রে হিউমিডিটি কন্ট্রোল মেশিন থাকার কথা কিন্তু তা নেই।”একটি টিউবও খারাপ বলে তিনি বারবার মেশিন খারাপের জন্য কাঠগড়ায় তুলেছেন রক্ষণাবেক্ষণকারী সংস্থাকে। যদিও সংস্থা মেশিন খারাপের জন্য টেকনিশিয়ানের ঘাড়ে দোষ চাপাচ্ছেন।

ছবি -কাল্পনিক

মেশিন খারাপের দায় কার এই চাপানউতোরের মধ্যে অবশ্য শোনা যাচ্ছে, ‘আমার সাথে আসুন ভালো জায়গায় কম খরচে সিটি স্ক্যান করিয়ে দিচ্ছি।’ নিয়ে যাওয়া হচ্ছে খোসবাগানের প্যাথলজিক্যাল ল্যাবগুলিতে। সিটি স্ক্যান মেশিন সক্রিয় না হলেও বর্ধমান হাসপাতালে দালাল চক্র অতিমাত্রায় সক্রিয়। উৎপলবাবু বলেন, “রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপরমহল থেকে খুব শীঘ্র ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here