নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
চাষীদের স্বপ্নের চাষ আলু চাষ। আলু চাষকে ঘিরেই যথেষ্ঠ ব্যস্ত থাকে এলাকার চাষীরা, আর অনেকটাই আশার মুখে জল ঢেলে দিল গভীর নিম্নচাপ ও কুয়াশা।
গত দুই তিন দিন ধরে প্রবল কুয়াশায় আচ্ছন্ন ছিল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয় গত দুই দিন ধরে কোন নিম্নচাপের ফলে ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আলুচাষিরা।
ফলে চিন্তায় মাথায় হাত পড়ে গিয়েছে সমস্ত চাষীদের। তাদের বক্তব্য প্রবল কুয়াশা ও দুই দিনের নিম্নচাপের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে আলু চাষে। ইতিমধ্যেই বহু টাকা খরচ করে স্বপ্নের চাষকে ঘিরে যথেষ্ট উৎসাহ বেঁধেছে চাষীদের মনে।
আরও পড়ুনঃ একই রাতে দুটি মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়
কিন্তু ঘন কুয়াশা ও বৃষ্টিপাতের ফলে অনেকটাই ব্যাহত আশা-আকাঙ্ক্ষা। এখন শুধুই দিন গুনছে ভালো ফসল হওয়ার আশায়। আদৌ কি এই আবহাওয়ার ফলে ভালো ফসল হতে পারে এই চিন্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584