নিজেস্ব সংবাদদাতা,নিউজফ্রন্ট
বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী প্রতিকারহীন রোগের কবলে পড়ে মুর্শিদাবাদ ও নদীয়ার গম চাষ প্রায় বিপন্নতার মুখে।
খবরের প্রকাশ যে প্রতিকারহীন এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রশাসনিক ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহনের পাশাপাশি প্রচার মূলক কর্মসূচীও গ্রহন করা হয়েছে। ডিলারদের বীজ বিক্রির উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।
গম চাষের বিকল্প হিসাবে মসুর সরিষা ছোলা কলাই মুগ মটর ও বাদাম চাষের অনুরোধ করা হচ্ছে চাষীদের। শীতের মরসুমে চাষীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিয়ে বিনামূল্যে উন্নত বীজ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারী ব্যবস্থার সঙ্গে সঙ্গে সাটসা আধিকারিক সংগঠনও যুদ্ধকালীন তৎপরতায় গমচাষ নিষেধাজ্ঞাকে কার্যকরী করতে নেমে পড়ছে।
কিন্তু সবমহলে প্রশ্ন একটায় আগামী দুই বছরের এই নিষেধাজ্ঞায় আসলে গম চাষই ইতিহাস হয়ে যাবে না তো। এই নিষেধাজ্ঞার পশ্চাতে অন্য রকম ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ। এই নিষেধাজ্ঞার কারণ ও ফলাফল যায় হোক না কেন,উত্তর ভবিষৎ দিলেও আপাততঃ গম চাষ বন্ধ এটি সুনিশ্চিত বর্তমান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584