স্থানীয় নেতার দাদাগিরিতে বন্ধ চাষ,মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থী ক্ষতিগ্রস্ত পরিবার

0
89

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

cultivation stop for minister dadagiri
শুকনো কৃষি জমি।নিজস্ব চিত্র

তৃণমূল নেতার দাদাগিরিতে বন্ধ জমির চাষের জল। অবশেষে সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ চন্দ্রকোনা টাউন থানার কদমতলা গ্রামের প্রামানিক পরিবারের সদস্যরা।তিন বিঘা জমির চাষের উপরেই মূলত নির্ভরশীল প্রামানিক পরিবারের চার সদস্য। অভিযোগ বিগত এক বছর ধরে চাষের জমিতে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতা অরূপ ঘোষের নির্দেশে,এর পরেই পরিবারের তরফে প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছে অঞ্জলা প্রামানিক।

cultivation stop for minister dadagiri
অঞ্জলা প্রামাণিক।নিজস্ব চিত্র

বিষয়টি নিয়ে অঞ্জলা প্রামানিক জানান,একটি রাজনৈতিক উত্তেজনার ঘটনাকে কেন্দ্র করে কয়েক বছর আগে থানায় অভিযোগ জানায় তারা,মামলা গড়ায় আদালত পর্যন্ত।সেই মামলা তুলে নেওয়ার জন্য জমিতে জল বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার কয়েকজন অনুগামী।বাড়িতে অসুস্থ স্বামী এবং ছেলে মেয়ের পড়াশোনা সবই চলে চাষের মুনাফা থেকে।

আরও পড়ুনঃ ব্রহ্মনগরে উদ্যোগের অভাবে বন্ধ মৎস্য চাষ প্রকল্প

cultivation stop for minister dadagiri
অভিযোগপত্র।নিজস্ব চিত্র

এবার চাষের জমিতে জল বন্ধ হওয়ায় দিন গুজরান কি করে করবেন করবেন তাই নিয়েই চিন্তার ভাঁজ পরিবারের সদস্যদের কপালে।যদিও শাসকদল ঘটনাটিকে পারিবারিক বিবাদ বলেই দাবি করেছে।এই অবস্থায় এইদিকে সুবিচারের আশায় অঞ্জলা দেবীর পরিবার ও অন্যদিকে জলের আশায় মাঠেই শুকোচ্ছে সবজি।এই সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতেও ইচ্ছে প্রকাশ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here