নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ)পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের জেলাস্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের কলিজিয়েট স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করার পাশাপাশি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া ।
জেলার তিনটি মহকুমা শাখা স্তরে সফল দুই শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেয়।বসে আঁকো, আবৃত্তি (বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালী), প্রবন্ধ রচনা,গল্প বলা, তাৎক্ষণিক বক্তৃতা, নির্বাচিত গদ্যাংশ পাঠ, একক সংগীত, সমবেত সঙ্গীত (বাংলা ও সাঁওতালী) প্রভৃতি নানা বিষয়ে শ্রেণী ভিত্তিক ৩০ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রবন্ধ প্রতিযোগিতা হয়। সফলদের পুরস্কৃত করা হয়।প্রথম স্থানাধিকারীরা আগামী ৩০ শে সেপ্টেম্বর নদীয়ার কৃষ্ণনগরে অনুষ্ঠিতব্য রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
আজকের প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,কবি নিলয় মিত্র, বাচিক শিল্পী অমিয় পাল, কাউন্সিলর তথা আবৃত্তিশিল্পী শম্ভুনাথ চ্যাটার্জী,সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি, গল্পকার প্রদীপ বর্মণ, গল্পকার বিদ্যুৎ পাল, আবৃত্তিকার মালবিকা পাল ,নাট্যব্যক্তিত্ব পার্থ মুখোপাধ্যায়,চিত্রশিল্পী অচিন্ত্য মারিক,চিত্রশিল্পী বিশ্ব বন্দ্যোপাধ্যায়,কৃষ্ণকুমার ভট্টাচার্য সহ মেদিনীপুরের সাংস্কৃতিক জগতের অন্যান্য বিশিষ্ট জনেরা।উসস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সুরেশ পড়িয়া , শক্তিপ্রসাদ মিত্র ও জগন্নাথ খান।
আরও পড়ুনঃ গলার নালিকাটা পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584