এবিটিএ সদর মহকুমা শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
312

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

cultural competition of abta

সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর সদর মহকুমা শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের মহকুমাস্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠে (বালক) আয়োজিত এই প্রতিযোগিতর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী।অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান মহকুমা সম্পাদক শক্তি প্রসাদ মিত্র।উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মহকুমা সভাপতি নির্মল কুমার প্রামাণিক। বিভিন্ন আঞ্চলিক শাখা স্তরে সফল দুই শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেয়।বসে আঁকো, আবৃত্তি (বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালী), প্রবন্ধ রচনা,গল্প বলা, তাৎক্ষণিক বক্তৃতা, নির্বাচিত গদ‍্যাংশ পাঠ, একক সংগীত, সমবেত সঙ্গীত (বাংলা ও সাঁওতালী) প্রভৃতি নানা বিষয়ে শ্রেণী ভিত্তিক ৩০ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। সফলদের পুরস্কৃত করা হয়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলাস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,সভাপতি ব্রজগোপাল পড়িয়া, প্রাক্তন দুই জেলা সম্পাদক অপরেশ ভট্টাচার্য ও অশোক ঘোষ,সুবীর সিনহা, জহরলাল রায়,সত‍্যকিংকর হাজরাসহ মহকুমা ও জেলার অন‍্যান‍্য শিক্ষক নেতৃত্ব।অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সুরেশ পড়িয়া ও জগন্নাথ খান।

আরো পড়ুনঃ বালি চুরি,পুলিশি অভিযানে আটক লরি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here