মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের সাংস্কৃতিক সন্ধ্যা

0
199

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

আবৃত্তি আর শ্রুতি নাটকে মোহিত হলেন মেদিনীপুরের দর্শকরা। মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হলো ‘আমরা চলি সমুখ পানে’ শীর্ষক আবৃত্তি ও শ্রুতিনাটক নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।অভিনব ভাবে ‘কবিতার গাছ’এ জল দিয়ে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ‍্যাত বাচিক শিল্পী-দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত-শিল্পী জয়ন্ত সাহা,হায়দার আলি, লক্ষণ চন্দ্র ওঝা, নাট্য-ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,কাউন্সিলর শম্ভুনাথ চ্যাটার্জী প্রমুখ।

নিজস্ব চিত্র

মেদিনীপুর শহর এবং তার কাছাকাছি এলাকার বেশ কয়েকজন বাচিক-শিল্পী এককভাবে এবং কয়েকটি বাচিক-প্রশিক্ষণ সংস্থার ছাত্র-ছাত্রীরা সমবেতভাবে আবৃত্তি পরিবেশন করেন বলে জানান যুগ্ম আহ্বায়ক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় এবং চিত্তরঞ্জন দাস। উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী শুভদীপ বসু,মোম চক্রবর্তী, ইন্দ্রানী দাশগুপ্ত,রত্না দে, পাঞ্চালি চক্রবর্তী,সোমা চ্যাটার্জী, সুদীপ্তা মিশ্র, সুজাতা চক্রবর্তী,তন্দ্রিমা ঘোষ প্রমুখ বিশিষ্ট বাচিক শিল্পীগণ ও বাচিক শিল্পী সংসদের কর্মকর্তাগণ।স্ব স্ব প্রশিক্ষক-প্রশিক্ষিকাদের তত্বাবধানে সমবেত আবৃত্তি পরিবেশন করেন সঞ্চয়িতা, আবৃত্তি কলাকেন্দ্র, মধুবানী,কাব‍্য ও কলা,আবৃত্তি তীর্থ,ওঁকার মিউজিক সার্কেল,কথায় ও তুলিতে, সৃজনী,কাব‍্যতীর্থ,স্বর-আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।একক আবৃত্তি পরিবেশন করেন তনুশ্রী চক্রবর্তী,শাশ্বতী দাস,আগমনী কর মিশ্র, শুক্লা মুখার্জি,ডাঃ অনুপ কুমার ঘোষ , নমিতা মাজী প্রমুখ স্বনামধন্য আবৃত্তি শিল্পীগণ।শ্রুতি নাটক পরিবেশন করেন অমিয় পাল ও মালবিকা পাল এবং রত্না দে ও নরোত্তম দে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মৈথিলী ঘোষ এবং বৃষ্টি মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উৎসর্গ করা হয় প্রয়াত আবৃত্তিকার শিবসসুন্দর বসু নামে এবং স্থানের নামকরণ করা হয় প্রয়াত আবৃত্তিকার কাজল মাইতির নামে। এঁদের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শিবসুন্দর বসুর পত্নী অনিতা বসু এবং কাজল মাইতির পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন স্ত্রী দীপ্তি পালধি ও কন‍্যা শ্রীতমা মাইতি।অনুষ্ঠান দেখতে বহু আবৃত্তিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here