শেষাদ্রী ডান্স একাডেমীর বার্ষিক অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

0
144

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

cultural events of sheshadri dance academy
শিশু শিল্পীদের নৃত্য পরিবেশন। নিজস্ব চিত্র

নজরকাড়া ও তাক লাগানো পারফরম্যান্সের সাহায্যে নিজেদের বার্ষিক অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করলেন শেষাদ্রী ডান্স একাডেমীর কলাকুশলীরা।মেদিনীপুর তথা জেলার গণ্ডী ছাড়িয়ে নৃত্য ও সাংস্কৃতিক মহলে বেশ নাম করেছে শেষাদ্রী ডান্স একাডেমি।সম্প্রতি মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এই নৃত্য সংস্থার বার্ষিক অনুষ্ঠান।

cultural events of sheshadri dance academy 2
নিজস্ব চিত্র

প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তথা রবীন্দ্র গবেষক মেদিনীপুর টাউন স্কুলের প্রধান শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।বিশেষ অতিথির আসন অলংকৃত করেন পরিচালক সুমন মৈত্র।উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা ও ক্রিকেট প্রশিক্ষক সুশীল শিকারিয়া,বিশিষ্ট অভিনেতা গাজী আব্দুল নূর।সম্বর্ধনা জ্ঞাপন করা হয় নৃত্য শিল্পী সবিতা সাহা ও শিশু গায়ক শিল্পী শ্রেয়ান ভট্টাচার্যকে। একের পর এক বিভিন্ন আঙ্গিকের অসাধারণ নাচ এ দিনের সন্ধ্যাকে মনোমুগ্ধকর করে তোলে। দর্শক ছিল নজরকাড়া।সংস্থার কর্ণধার শেষাদ্রী মিশ্র বলেন,নাচকে ভালোবেসেই এই সংস্থা গড়ে তোলা।বার্ষিক অনুষ্ঠানে অন্য ধরনের কিছু করতে চাওয়া।

আরও পড়ুনঃ ভারত-নেপাল সীমান্তে চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার দুই নেপালের বাসিন্দা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here