কামারহাটিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান‌

0
45

শ্যামল রায়, কলকাতাঃ

প্রাপ্তি কামারহাটি আঞ্চলিক প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে বেলঘড়িয়া নন্দন নগর বটতলা সুভাষ পল্লী উন্নয়ন সমিতি প্রাঙ্গণে প্রতিবন্ধীদের নিয়ে নানান ধরনের অনুষ্ঠান হলো। সংগঠনের সম্পাদিকা পাপিয়া কুন্ডু জানিয়েছেন যে প্রতিবন্ধী ভাই-বোনদের সঙ্গে নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে কম্বল এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম বিনামূল্যে প্রদান করা হয়েছে।

নিজস্ব চিত্র

শতাধিক শীতবস্ত্র বিভিন্ন অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ হয়েছে। এছাড়াও দৃষ্টিহীনদের নিয়ে আঁকা প্রতিযোগিতা এই অনুষ্ঠানের সমৃদ্ধি বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন এলাকার মানুষ। দৃষ্টিহীনরা যেভাবে নানান ধরনের ছবি এঁকেছে এটা একটা বাড়তি পাওনা সংগঠনের কাছে।

প্রাপ্তি কামারহাটি আঞ্চলিক প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে ইতিমধ্যে ৩২জন নানান ধরনের ছবি এঁকে সুনাম অর্জন করেছে। যারা আদৌ চোখে দেখে না তারা নানান ধরনের চিন্তাভাবনা নিয়ে সাদা কাগজে নানান ধরনের ছবি এঁকে মানুষকে আনন্দ দান করেছে এটাই মানুষের কাছে ব্যাপকভাবে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

সংগঠনের সম্পাদিকা পাপিয়া কুন্ডু জানিয়েছেন, এই সংগঠনের তরফ থেকে সারা বছর ধরে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নানান ধরনের অনুষ্ঠান তারা করে থাকেন। প্রতিবন্ধীদের জন্য চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা সহ একাধিক কাজে যুক্ত এই প্রাপ্তি প্রতিবন্ধী সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে নিরলসভাবে। এই দিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডি আর অমিত সেনগুপ্ত, উদয় বসু, চিকিৎসক রনধীর পাল চৌধুরী প্রমুখ। এছাড়াও সমাজের নানান ধরনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here