সুদীপ পাল,বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলার মানকরে রামকৃষ্ণ পূর্ণানন্দ বিদ্যাপীঠের নিজস্ব বিদ্যালয় ভবনের দ্বারোদঘাটন হলো আজ।এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়,গলসি বিধানসভার বিধায়ক অলোক মাঝি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।তাপসবাবু তাঁর বক্তব্যে মানুষ করার বিদ্যালয় তৈরির কথা বলেন।অলোকবাবু তাঁর বক্তব্যে ত্যাগ ও সেবার কথা তুলে ধরে বিদ্যালয় এর উন্নতি কামনা করেন।বর্ধমান কোর্টের প্রবীর সাহানা,মানকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিদের বক্তব্য এবং বিদ্যালয় খুদেদের অনুষ্ঠান একদিকে যেরকম মনোরঞ্জন দেয় অন্যদিকে সদ্ভাবনা বিকাশ ঘটায়।সরোদ শিল্পী অতনু চক্রবর্তীর একক এবং বিশ্বজিৎ ভট্টাচার্যের তবলার সাথে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান অপূর্ব সুর মূর্চ্ছনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের তরফে ‘মহাগগন মাঝে’ স্মারক গ্রন্থ প্রকাশ পেয়েছে।বিদ্যালয়ের অধ্যক্ষা মাতাজি বেদাত্মা পুরী আগামী দিনে বিদ্যালয়ের দিকনির্দেশনা দেন।
আরও পড়ুনঃ কাশীরাম দাসের জন্মভিটে সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584