জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে

0
89

মনিরুল হক, কোচবিহারঃ

ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মানোন্নয়নের লক্ষ্যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি জেলা কমিটির উদ্যোগে জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কোচবিহারে।আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পক্ষ থেকে কোচবিহার সত্যপ্রিয় ভবনে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলা সভাপতি শ্যামলেন্দু দাস।এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষক আন্দোলনের প্রবীণ নেতা কুমুদ রঞ্জন পোদ্দার।কোচবিহারের বিভিন্ন মহকুমার ৮০ টি বিদ্যালয়ের মোট ১৩৫ জন প্রতিযোগী এদিনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পৃথক ইভেন্টে অংশ গ্রহণ করে।প্রবন্ধ, ছবি আঁকা, আবৃত্তি, রবীন্দ্র সংগীত, তাৎক্ষনিক বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ছাত্রছাত্রীরা।

প্রতিযোগী।নিজস্ব চিত্র

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস বলেন, “জেলার ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ।স্থানীয় স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই জেলাস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা।এই জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।”

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে ক্ষেত নদী উৎসব

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here