গানে কবিতায় মনোজ্ঞ হয়ে উঠলো কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা

0
78

নিজস্ব সংবাদদাতা,কালিয়াগঞ্জঃ
কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে একটি মনোজ্ঞ  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন  কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।উদ্বোধনী ভাষনে তিনি বলেন, কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের এই মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান এই এলাকার সঙ্গীত শিল্পীদের উৎসাহিত করবে।

নিজস্ব চিত্র

প্রেস ক্লাবের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানকে তিনি অভিনন্দন জানান। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী সোহম লাহা।অনুষ্ঠানে পল্লবী সাহা হেম্মী রায়,শুভজিৎ সাহার সঙ্গীত উপস্থিতি  সঙ্গীত প্রেমীদের মন্ত্র মুদ্ধ করে।সঙ্গীত শিল্পী শুভাষী চক্রবর্তীর  অসাধারন নৃত্য ও সঙ্গীত সকলকে বিস্মিত করে। অনুষ্ঠানে  প্রদীপ রায়  কবিতা পরিবেশন করেন।

নিজস্ব চিত্র

এছাড়াও বাউল শিল্পি মন্টু পোদ্দারের কন্ঠে বাউল সঙ্গীত সন্ধ্যায় আলাদা মাত্রা পায়।তার সাথে  অসাধারন তবলা সঙ্গতে ছিলেন বিশিষ্ট তবলা বাদক  লিটন  রায় । অনুষ্ঠানের শেষ শিল্পী তথা আকাশবানীর গীতিকার তপন চক্রবর্তীর কথা ও সুরে দুটি গান পরিবেশন করেন। এই সাংস্কৃতিক সন্ধ্যায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের  সভাপতি সঞ্জিব ঝাঁ। এছাড়া উপস্থিত ছিলেন উৎপল সেন,প্রেস ক্লাবের সম্পাদক সুচন্দন কর্মকার রাধিকা রঞ্জন দেবভূতি তন্ময় চক্রবর্তী অনুপ জয়সওয়াল পিয়া গুপ্তা প্রবীন সাহা সাজন শর্মা শঙ্কর গুপ্তা ভাস্কর রায় সত্যেন মহন্ত ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here